পেয়েছি তোমার স্পর্শ
তোমার কোমল স্পর্শ
তোমার ভালবাসার স্পর্শ
ভাগ্যের নির্মম পরিহাসে
আজ তুমি অনেক দূরে
আমি বেঁচে আছি তোমার স্পর্শ ছাড়া
একে কি বেঁচে থাকা বলে?
আমি পেয়েছি আরও স্পর্শ
কিন্তু তোমার মতো মনে হয়নি
তাই বারবার মনে পড়ে
কাছে পেতে ইচ্ছে করে
কিন্তু আর আমি পাইনা
হয়তোবা আর কখনোই পাবোনা ।
তোমার স্পর্শ ছাড়া কেমন করে বাঁচি ?