আমাকে তুমি ঢেকে রেখো
অনেক আদর দিয়ে
অনেক ভালবাসা দিয়ে
অনেক প্রশ্রয় দিয়ে
অনেক প্রেম দিয়ে
আমাকে তুমি ঢেকে রেখো ।
আমাকে তুমি ঢেকে রেখো
বুকের উষ্ণতা দিয়ে
শরীরের নরম দিয়ে
সকাল সন্ধ্যায় কাছে থেকে
গভীর নিশীথে পাশে থেকে
আমাকে তুমি ঢেকে রেখো ।
আমাকে তুমি ঢেকে রেখো
বসন্তের মাতাল সন্ধ্যায়
বর্ষার ঝুম বৃষ্টিতে
শরতের কাশফুলের মতো
মায়াবী জোছনা রাতের মতো
আমাকে তুমি ঢেকে রেখো ।