একটি প্রজাপতি
সে উড়ে যায় মনের আনন্দে
ভেসে চলে যায় অনেকদূর
নেই তার কোন চিন্তা
জানে সে শুধু পথ চলতে
মানুষের মনে আনন্দ দিতে।
একটি প্রজাপতি
কত সুন্দর তার রঙ
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়
খোদার অপরূপ সৃষ্টি
মনের সুখে সে রঙ ছড়ায়
বাতাসে ভেসে বহুদূর যায় ।
একটি প্রজাপতি
নেই তার কোন হতাশা
সে শুধু আনন্দই দিয়ে যায়
কখনো ক্লান্তও হয়না
সবাইকে আনন্দে ভাসিয়ে
নিজেই হারিয়ে যায় অজানায়।