প্রিয়তমা
এভাবে চলে যেতে নেই
চলে গেলে আমায় ফেলে
হঠাৎ এক কাক ডাকা ভোরে
জানতে পারলাম তুমি আমার নেই।

প্রিয়তমা
কি অপরাধ ছিল আমার
বলে তো গেলে না
আমাকে কাঁদিয়ে তুমি চলে গেলে
করলে অনেক বড় অপমান।

এভাবে চলে যেতে নেই প্রিয়তমা ।