আজ মন উদাসী হয়েছে
ভাবে যেন কার কথা
মনে পড়ে অনেক অতীত অনেক স্মৃতি
মনে পড়ে শান্ত নদীর জলের কথা।
মনে পড়ে যায় আমার
সেই গোধূলি বেলার কথা
হাত ধরে তুমি আমায় বলেছিলে
কখনো ছেড়ে যাবেনা আমায়।
আজ তুমি অনেক দূরে
তোমার কথা ভেবে উদাসী এই মন
ভেবে ভেবে অকারণ
আজ আমার উদাসী মন।