আজ চুপ করে থাকাই ভাল
কারণ যদি গুম হয়ে যাই
বা হয়ে যাই খুন
কদিন পরে সবাই ভুলে যাবে।
ভোগবাদী সমাজ এখন
কেউ কাউকে নিয়ে ভাবেনা
সমাজে এখন এত আবর্জনা
সহজে দূর করা যাবেনা ।
সবাই আছে টাকার ধান্ধায়
সমাজ সব গোল্লায় যাক
নিজে ভাল থাকলেই হলো
এটাই এখন সবার মতবাদ।
সমাজ পচে দুর্গন্ধ বের হচ্ছে
কেউ পাচ্ছেনা গন্ধ
সবাই আয়েশে ফাস্ট ফুড খাচ্ছে
বিবেক সব বন্ধ।