গতকাল রাতে
বাসা থেকে বের হবার সময়
পাশের বাসার দোতালায় একজনকে দেখলাম
ভারী মিষ্টি মেয়ে
তাকিয়ে ছিল আমার দিকে মুগ্ধ নয়নে
বলতে দ্বিধা নেই আমিও কিছুক্ষণ তাকিয়েছিলাম।
আজ বারান্দায় গেলাম
বাইরে স্নিগ্ধ জোছনা
মেয়েটির কথা ভাবছিলাম
ভেবেছিলাম আমার জন্য অপেক্ষা করবে
অনেকক্ষণ বারান্দায় ছিলাম
কিন্তু জানালা আর খোলা পেলাম না।