এমন করে চলে যেতে নেই প্রিয়তমা
এমন তো কথা ছিলোনা
প্রতিদিন চুপি চুপি কাছে আসতে
কোন কোনদিন এনেছিলে গোলাপ ফুল
তুমি জানতে আমি গোলাপ ভালবাসি
শাড়ি পরে আসতে সময় সময়
কত সুন্দর সময় নিভৃতে কাটিয়েছি আমরা।


আজ তুমি চলে গেছ আমায় ফেলে
ফেলে চলে গেছ আজ তুমি যান্ত্রিক শহরে
বলেছিলে মফঃস্বল  তোমার ভাল লাগেনা
কিন্তু আমাকেও যে ভাল লাগেনা তাতো বলোনি
ফেসবুকে তোমার ছবি দেখতে পাই
বুঝতে পারি অনেক ভাল আছ সংসার নিয়ে
এমন করে তবে চলে যেতে নেই প্রিয়তমা ।