মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও
তুমি একটুও বদলাওনি
ভেবেছিলাম তুমি বদলে যাবে
আসলে বদলে যাওয়া সহজ নয়
আমি ভুল ভেবেছিলাম।
কুকুরের লেজ কখনো সোজা হয়না
মানুষের স্বভাবও কখনো বদলায় না
মৃত্যুই মানুষকে বদলাতে পারে
মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে
তোমার কোন পরিবর্তনই হলোনা ।
মৃত্যুকে কাছে থেকে তুমি দেখেছো
বুঝতে পেরেছ মৃত্যু হবেই
তবু কেন নিত্যদিন অপরাধ কর
যাই কিছু কর তুমি এই দুনিয়ায়
মরতে তোমায় হবেই মাফ নাই।