আজ চেয়েছিলাম একটি কবিতা লিখব
তা আর হয়ে উঠল না
তোমার কথাই ভেবে গেলাম সারাদিন
লেখা হ লোনা কোন কবিতা আজ আমার।
তুমি এসে মিশে গেছ প্রাণে
তোমার কথাই আজ ভাবি বসে সারাদিন
তাই আর কবিতা লেখা হয়না
তুমিই তো আমার কবিতা।
আমার কবিতার সংখ্যা কমে যাচ্ছে
সেই নিয়ে আমি ভাবিত নই
তোমাকে পেয়েছি আমি আমার কাছে
তুমিই এখন আমার কবিতা।