অনেক সুন্দর এই পৃথিবী
তার থেকেও সুন্দর এই মানুষ
যদিও কেউ কেউ হয়ে যায় অমানুষ
তারপরেও সৃষ্টির সেরা মানুষ ।
অনেক অনুভূতি মানুষের আছে
এর ভেতর সবচেয়ে সুন্দর ভালবাসা
আমি ভালবাসি মানুষকে
আমি ভালবাসি অনেক বেশী ।
মানুষের ক্ষুদ্রতা আমাকে কষ্ট দেয়
আমাকে নতুন করে ভাবতে শেখায়
তারপরেও ভালবাসি মানুষকে
আমি ভালবাসি অনেক বেশী ।