ভেজা ভেজা কুয়াশা
চারিদিকে কি অদ্ভুত নিস্তব্ধতা
কত স্মৃতি মনে পড়ে যায়
তোমার বিরহে মন কাঁদে নিরালায়।
ভেজা ভেজা কুয়াশা
ভেজা ভেজা আমার মন
হারানো দিনগুলো মনে পড়ে
স্মৃতিগুলো সব কষ্ট হয়ে ঝরে।
ভেজা ভেজা কুয়াশা
চারিদিকে কত রহস্যময়তা
হারিয়ে গেছ চিরদিনের তুমি
এই কুয়াশাতেও মনটা আজ মরুভূমি ।