তুমি আমার মনের মাঝে
এতদিন লুকিয়ে ছিলে
বুঝতে পারিনি কখনো
তুমি কখনো বুঝতেও দাওনি
যখন বুঝলাম বড্ড দেরী হয়ে গেল
তুমিও চলে গেলে অজানায়।
মনের অনেক গভীরে তুমি ছিলে
বুঝতে পারিনি তাই আমি
হঠাৎ করে হৃদয় খুঁড়ে
তোমাকে আবিষ্কার করলাম
কিন্তু অনেক দেরী হয়ে গেল প্রিয়া
তাইতো তোমাকে আমি হারালাম।