যে বাতাস তোমাকে ছুঁয়ে আসে
সে বাতাস আমাকে মাতাল করে
আমি ঘ্রাণে পাগল হই
শ্বাস নেই আমি বুক ভরে।
বাতাস তোমার অঙ্গ ছুঁয়ে
সুবাস নিয়ে এসে মাতায় মন,
তোমার হৃদয়ের অনেক কথা
তাতে শুনতে পাই আমি সারাক্ষণ ।
সুখ নিয়ে আসে সে বাতাস
তোমাকেই তাতে আমি পাই কাছে,
সবসময় চাই আমি সে বাতাস
তার জন্য মোর মন নাচে।