সেই রাতে বৃষ্টি ছিল
যে রাতে তুমি চলে গেলে,
বৃষ্টির পানিতে চোখের জল
ধুয়ে সব গিয়েছিল চলে।
সেই থেকে বৃষ্টি আমার
মনের কাছে প্রিয় খুব ,
আমার বুকের কষ্ট বোঝে
কষ্ট পেলেই দিই ডুব ।
আমার কোন দুঃখ নেই
বৃষ্টি দিয়েছে সব মুছে,
এখন আমি দুঃখ কিনি
কারো কি কোন দুঃখ আছে?