তোমার আমার প্রেম
আজো শেষ হয়নি
হয়তোবা কোনকালেই হবেনা
চলতে থাকবে সারাটি জীবন ।
একই গ্রহের নিচে আমরা
কিন্তু আমরা বহু দূরে
প্রেম কিন্তু রয়ে গেছে
রয়ে যাবে সারাটি জীবন ।
তুমি বলেছিলে আমায়
আমাদের প্রেম শেষ হবেনা
তাইতো আজো প্রেম মনে
থেকে যাবে সারাটি জীবন ।
অসমাপ্ত প্রেমই সার্থক
মিলনেই প্রেম মুছে যায়
আমাদের অসমাপ্ত প্রেম তাই
আমার সার্থক মনে হয় ।