তোমাতে প্রেম নেই
বারবার ডেকে গেছি
অনেক তোমার অবহেলা সয়েছি
তোমাতে প্রেম নেই।
তোমাতে প্রেম নেই
পাথরের মত শক্ত মন
করতে পারবেনা কাউকে আপন
তোমাতে প্রেম নেই।
তোমাতে প্রেম নেই
প্রেমের মানেই তুমি বোঝনা
কর সবার সাথে প্রতারণা
তোমাতে প্রেম নেই।
তোমাতে প্রেম নেই
প্রেম অতোটা সহজ নয়
মন থেকে ভালবাসতে হয়
তোমাতে প্রেম নেই।