আসছে মরণ সর্বনাশী
নাম তার ইয়াবা,
খাচ্ছে অনেক তরুণ- তরুণী
অনেকদূর বিস্তৃত তার থাবা।
স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে
ইয়াবা এখন জনপ্রিয়,
ইয়াবার নেশায় বুঁদ অনেকে
পড়াশোনার অবস্থা শোচনীয় ।
ইয়াবার সাথে জড়িত আজ
অনেক বড় রাঘব বোয়াল ,
একদিন তাদের ঘরেও ইয়াবা ঢুকবে
এ ব্যপারে তারা বেখেয়াল।
সবার ক্ষতি না করে
ফিরে এসো শান্তির পথে,
ভাল তবে থাকবে সবাই
মিলেমিশে থাকবে একসাথে।