ডেকেছিল ভেজা ঘাস
আমাকে আর তোমাকে
সেই ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে
অনেকটা পথ পেরিয়ে এলাম।
ডেকেছিল ভেজা ঘাস
হেমন্তের শেষ বিকেলে
আমরা পাগল হয়েছিলাম
এভাবেই অনেকদূর চলে এলাম।
ডেকেছিল ভেজা ঘাস
নিচে ছিল তার নরম মাটি
হাঁটতে কখনো ক্লান্ত হইনি
ভালবেসেছি ভেজা সবুজ ঘাস।
ডেকেছিল ভেজা ঘাস
ছিল সবুজ আর সবুজ
সেই ঘাসের ঘ্রাণ গায়ে
রয়ে যাবে আমার সারাজীবন।