আমি অনেকবার হেরেছি
হার আমি মেনেও নিয়েছি
কিন্তু যেদিন তুমি চলে গেলে
সেই হার কখনও মানতে পারিনি
এখনও পীড়া দেয় সেই হার।
আমি অনেক হেরে যেয়েও
ভালবাসা হারিয়ে ফেলিনি
আরও বেশী ভালবেসেছি আমি
ভালবাসার প্রতি বিশ্বাস হারায়নি
তাই আমি অনেক হেরে যেয়েও হারিনি।