বিকেল থেকেই মেঘ ছিল
ভেবেছিলাম সন্ধ্যের মধ্যেই
বৃষ্টি হয়ে ঝরে পড়বে
কই সেই বৃষ্টি আর তো এলোনা
সব মেঘেই আর বৃষ্টি হয়না
একথা আমি ভুলেই গিয়েছিলাম ।
সন্ধ্যবেলাতে একটু বৃষ্টির আশায়
সামান্য একটু বৃষ্টির অপেক্ষায় ছিলাম
এভাবেই বৃষ্টির মত অপেক্ষা আর অপেক্ষায়
অর্ধেকটা জীবন কেটে গেল
বিকেলবেলার সেই বৃষ্টির মত
আশা পেয়েও অনেক নিরাশায় ডুবেছি ।