তোমাকে স্পর্শ করার কথা
মনে হয়নি কখনো
সেই পাপ আমি করিনি
একথা ভেবে আজও তৃপ্ত আমি।
অনেকবার চেয়েও আমি
হাত গুটিয়ে নিয়েছি
মন দিয়ে ভালবেসেছিলাম আমি
করিনি তাই কোন অপরাধ আমি।
তুমি আজ ভাল আছ
তোমার সুখে আমিও সুখী
তোমাকে আজ ছুঁতে ইচ্ছে হয়
জানি তা কখনই সম্ভব নয়।