আমাকে কেউ কবি বলুক
অথবা কবি না বলুক
আমি লিখে যাব আমার কবিতা
আমার স্বীকৃতির প্রয়োজন নেই।
মনের আনন্দের জন্য লিখি
মনের না বলা কথা লিখি
অসহায় মানুষের কথা লিখি
প্রেমের কথা আমি লিখি।
অনেক কবি আজ বিক্রি হয়েছে
আমি আপোষ করিনি
নিভৃতে লিখে গেছি কবিতা
কোন পরিচিতি চাইনি।