তুমিআমার শুধুই আমার
যত দুরেই যাও রবে আমার
তোমার সবটুকু অস্তিত্বই আমার
তুমি আমার জীবনের প্রথম ভালবাসা
তুমিই আমার জীবনের শেষ ভালবাসা
তুমি আমার ভরা দুপুর আর শেষ বিকেল
তোমাকে ভেবেই আমি শুরু করি প্রথম সকাল
আমার সবটুকু ভালবাসা ঘিরে আছ তুমি্ , শুধু তুমি
তুমি ছাড়া সময় কাটেনা ,হৃদয় যেন এক শুকনো মরুভুমি
তুমি আমার হও ,আমারই থেকো , ছেড়ে যেওনা কখনো প্রিয়
বাঁচবো কিভাবে তাহলে ? অন্তর থেকে একটু ভালবাসা আমাকে দিও ।