নিঃস্ব করে যেদিন চলে গেলে
সেদিন কি ভেবছিলে?
আমিও সুখী হব
এই সুন্দর ধরণীতলে ।
তুমিই এখন কষ্টে আছ
কারণ তুমি ভুলেছিলে,
অন্যকে কষ্ট দিলে
কষ্ট আসে নিজের কোলে ।
আজ ভোগ করতে হচ্ছে
তোমার নিজের কর্মফল ,
কেঁদেও আর কোন লাভ নেই
সবই তোমার পাপের ফল।