বিধাতা ক্ষমার সাগর
যতই কর ভুল,
যদি তুমি চাও ক্ষমা
পাবে তুমি, নির্ভুল।
শিরক ছাড়া সকল বিষয়
তিনি ক্ষমা করেন,
ক্ষমা চাইলে খুশী হন
তিনি পবিত্র মহান।
পাপ করলে ক্রমাগত
ক্ষমা তুমি চাও,
নিষ্পাপ হয়ে তুমি
কবরে চলে যাও ।
বিধাতার বিশাল সৃষ্টি
কোন কিছুরই অভাব নেই,
ক্ষমা চাইতে কুণ্ঠিত হবেনা
মাফ তিনি করবেই।