গভীর রাতের নিস্তব্ধতা আমাকে ঘিরে
কষ্টগুলো গ্রাস করছে ক্রমশ আমায়
এমন নিস্তব্ধতা কখনো চাইনি আমি
স্মৃতিগুলো বুকে শুধু বেদনা জাগায়।
দম বন্ধ হবার কষ্টকর এক অনুভুতি
জীবন যেন এক ব্যর্থ সাদা খাতা,
হৃদয় সেই কবে দুমরে মুচড়ে গেছে
হয়ে গেছে যেন এক নিষ্প্রাণ পাতা।