এসেছে পবিত্র মাস
চারিদিকে আলোর ঝলকানি,
সুন্দর হয়েছে সব
পবিত্র হয়েছে অন্তরখানি।
শেষ রাত আর শেষ বিকেল
বড় মধুর লাগে,
সামনে আসছে বর্ণিল ঈদ
অন্তরে খুশির ঢেউ জাগে।
এভাবেই প্রিয় রমজান মাস
আসে বছর ঘুরে,
শয়তানরা সব পালিয়ে যায়
চলে যায় তারা দূরে দূরে।