বসে ছিলাম আজ
অনেক মন খারাপ নিয়ে
কিছুই ভাল লাগছিলনা
আকাশের নীল অসহ্য লাগছিল
হঠাৎ করে একরাশ কাল মেঘ এল
আকাশের রঙের সাথে মনের রঙ
হঠাৎ করেই বদলে গেল।
অঝোরে নামল বৃষ্টি
ধুয়ে নিয়ে গেল জঞ্জাল
ধুয়ে নিয়ে গেল আমার কষ্ট
এভাবে যদি হঠাৎ করে বৃষ্টি এসে
মনের কষ্ট নিয়ে যায় চলে দূরে
তবে আসুক না বৃষ্টি ক্ষতি কি
আমি প্রতীক্ষা করি সেই বৃষ্টির ।