মিথ্যাচারের এই সময়ে
আমি পালিয়ে বেড়াই
উপায় নাই কোন গোলাম হোসেন
সত্য বলাই এখন অপরাধ ।
লোভের যাঁতাকলে পিষ্ট সমাজ
আজকের সমাজে সভ্যতা নেই
ফিরে গেছি সেই সুদুর অতীতে
ভাল নেই আমি, আমরা ।
প্রতিদিন প্রাণ হারাচ্ছে ইনসান
জানতেও পারছেনা তার অপরাধ
মুখ বুজে মেনে নিচ্ছে সবাই
মিথ্যাচারের এই সময়ে আমরা খুব অসহায়।