অদ্ভুত প্রতিভাবান তুমি
তুমি খেয়ালি সাম্যবাদী
তুমি যোদ্ধা ,তুমি সৈনিক
তুমি প্রকৃত মানবতাবাদী।
চুরুলিয়ায় জন্ম নিয়ে
হয়েছ তুমি সারা বাংলার,
তোমার লেখায় প্রানের স্পন্দন
তুমি আমাদের অহংকার ।
অভিমান করে তুমি
চলে গেছ অনেক দূরে,
ভালবেসেছ মানুষকে তুমি
যেতে দাওনি দূরে সরে।