প্রতীক্ষা করতে করতে
আজ আমি হয়েছি হতাশ,
তুমি আসবে বলেছিলে
পেয়েছিলাম শান্তির বাতাস।
কই আসলে নাতো আমার কাছে
রাখলে শুধু প্রতীক্ষায় ,
আর মন খারাপ করিনা
কোনভাবে দিন চলে যায় ।
প্রতীক্ষায় কিছু কষ্ট থাকে
থাকে কিছু পাবার আশা,
ভালবেসে কষ্ট পেলেও
থেকে যায় ভালবাসা ।