মুসলিম তুমি আজ
হয়ে গেছ দিশেহারা ,
আল্লাহ্র ভয় নেই তোমার
পাপ করছ লাগামছাড়া ।
জেনা ব্যভিচার করে তুমি
বড় বড় কথা বল,
সুদ খেয়ে ঘুষ খেয়ে
নিজের খেয়ালে তুমি চল।
মদ আর নানান নেশায়
ডুবে আছ তুমি আজ,
মানুষকে ঠকাচ্ছ তুমি
নেই আজ তোমার লাজ।
এত অকাম করে তুমি
দাবী কর তুমি মুসলিম ,
আসলে তুমি অতি পাপী
সামনে তোমার ঘোর দুর্দিন ।