আমাকে তুমি কাছে নিয়েছিলে ডেকে
তারপর চলে গেছ দূরে ,
তখন প্রয়োজন ছিল তাই নিয়েছিলে
এখন প্রয়োজন নেই তাই বহুদুরে।
নিয়েছিলে নদীর ধারে
বলেছিলে নদীর মত কত কথা ,
ঢেউয়ের মত কেটে গেছে কত দিন
আমায় ছেড়ে পাওনি কি এতটুকু ব্যথা ?
আমাকে নিয়ে তোমার খেলা
শেষ হয়েছে আজ তাই,
ভেবে আর কি লাভ এসব
তুমি ভাল থেকো ভাই।