আজ আর ভালবাসা বলে কিছু নেই
আছে কাম আর বিকৃতি ,
ভালবাসা মানেই যারা বোঝেনা
তারা করে ভালবাসার আকুতি।
ভালবাসা মানে ভাল রেস্টুরেন্ট
রিকসায় উঠে চুমোচুমি ,
এই আজকের ভালবাসা
মনটা তাদের মরুভূমি ।
ভালবাসা মানে দৈহিক সম্পর্ক
একটুতেই ভেঙে যাওয়া ,
এই যদি হয় ভালবাসা
দরকার নেই আমার পাওয়া ।