চারিদিকে দুর্যোগের ঘনঘটা
পথ বড় কঠিন ,
মুক্তির সহজ উপায় নেই
সামনে আসবে আরও দুর্দিন ।
শিক্ষক আজ খুন হয়
প্রকাশ্য দিবালোকে ,
বুক ভেঙ্গে যায় কান্নায়
ঘৃণার আগুন সবার চোখে ।
শিক্ষক আজ হয়েছে ভক্ষক
মুক্তির উপায় কি?
পথ বড় কঠিন সামনে
ভেবে দেখেছো কি?