অনেক ভালবাসি তোমাকে
তাইতো এত কষ্ট আমার
বুক চিন চিন ব্যথা করে
মনের ভেতর কেমন করে।
তোমার অদ্ভুত রহস্যময়তা
আমাকে ভাবিত করে
হারানোর কষ্ট পেয়েছি বলে
ভয়ের বাসা আমার ঘরে।
তোমাকে ভালবেসে আমি
কষ্ট পেয়েও অনেক সুখি ,
এভাবেই ভালবাসতে চাই
সুখে থেকো আমার প্রিয়মুখি ।