তোমাকে অন্য কারো সাথে
দেখলেই হৃদয় জ্বলে উঠে
কিছুই আর ভাল লাগেনা
কেন এমন হয় বলতে পারো ?
জানি আমায় খুব ভালবাস
তাইতো খুব হিংসা হয়
তোমাকে কারো সাথে দেখলে
নিজেকে খুব অসহায় লাগে।
কারো সাথে তুমি কথা বলোনা
কারো সাথে দেখা করোনা
তুমি শুধু এই আমার
একথা কেন বোঝনা?