আজ খুব সহজ
গুম বা খুন হওয়া
চলে যাওয়া খুব সহজ
কেন এমন হচ্ছে উত্তর খুঁজি রোজ ।
বিবেক আজ শূন্য সবার
অসীম মানুষের লোভ
পরকাল গেছে সবাই ভুলে
ভাবছে এভাবেই দিন যাবে চলে।
কেউ কাউকে ভালবাসে না
নিজের চিন্তায় বিভোর সবাই
স্বার্থ ছাড়া কথা বলেনা
কারো জন্য কেউ ভাবেনা।