ভালবাসার দেয়াল ভেদ করে
আমি চলে যেতে চাই,
অনেক দূরে
ঐ দুরের তারার কাছে।
সারারাত তারার মত জ্বলতে চাই।
মিথ্যা ভালবাসা আর প্রেম
আমার আর দরকার নেই
সূর্যের মত জ্বলতে জ্বলতে
আমি নিঃশেষ হতে চাই
হারিয়ে যেতে চাই কৃষ্ণ গহবরে ।
একেবারে চিরতরে হারাতে চাই।