আমাদের সভ্যতায় আছে
সরলতা আর ভালবাসা ,
তোমাদের সভ্যতায় আছে
লোক দেখানো আর বিলাসিতা।
আমরা ভালবাসা বুঝি
তোমরা শরীর বোঝ,
আমরা অল্পতেই তুষ্ট
তোমরা বেশী খোঁজ ।
আমাদের সভ্যতায় আছে প্রাণ
আছে একটুতেই মান অভিমান,
তোমাদের জড়বাদী সভ্যতা
আমাদের হৃদয়বাদী সভ্যতা।