দেশপ্রেমিক মানুষ এখন
দেশের করছেন ক্ষতি,
লোভ আর পাপের ফলে
সন্দেহজনক তাদের মতিগতি।
ভাল পোশাকের আড়ালে
কুৎসিত তাদের মন,
দেশের ক্ষতি করছে তারা
ধান্ধায় ঘোরে সারাক্ষণ ।
একদিন সবাই তাদের
ঠিকি পাবে পরিচয়,
সেদিন সবাই ঝাল মেটাবে
তখন থাকবেনা কোন উপায়।