তোমাকে নিয়ে হয়নি লেখা
কোন দীর্ঘ কবিতা,
মনের ভেতর রেখেছি শুধু
তোমার সুন্দর ছবিটা।
বড় কবিতার মতই
তুমি অনেক রহস্যময় ,
কবিতা পড়া সহজ হলেও
তোমাকে পড়া সহজ নয়।
সব মেয়েদেরই রহস্য থাকে
তুমিও তার নও ব্যতিক্রম,
কিন্তু সবার মন থাকেনা
তোমার আছে সুন্দর মন।
তোমাকে নিয়ে তাই আমার
এই ক্ষুদ্র কবিতা,
জানিনা তুমি পড়বে কিনা
এটাই এই কবিতার ব্যর্থতা ।