তনুর কথা ভুলে গেল সবাই
মেয়েটি হারিয়ে গেল অভিমানে,
এভাবেই তনুরা চলে যায়
মনে থাকেনা কারো মনে।
বাবা-মায়ের কত আদরের
ছিল অতি মিষ্টি চঞ্চল,
ধর্ষণ করলো হায়েনারা তাকে
আনলো চোখে অশ্রুজল।
বিচার কবে হবে এ হত্যার?
বিচার দেখতে চাই,
বিচার হতেই হবে
হাল ছাড়বনা ভাই।