সবসময় থাকেন তিনি
সবার সাথে
সব দিকেই দৃষ্টি তার
অসীম তার ক্ষমতা
তিনি মহান আল্লাহ্ ।
সবসময় থাকেন তিনি
সব জায়গায়
যা ইচ্ছা করেন
তাকে বাধা দেয়ার কেউ নেই
তিনি সর্বশক্তিমান ।
সবসময় থাকেন তিনি
সবসময় থাকবেনও তিনি
জন্ম মৃত্যু ঘটান তিনি
তিনি মহাপরাক্রমশালি
তার মত কেউ নেই।