কত সুন্দর সেসব দিন ছিল
ইসলাম ছিল ঘরে ঘরে,
শান্তি ছিল সব জায়গায়
আল্লাহর ভয় ছিল মানুষের অন্তরে।
কোথায় গেল সেসব দিন,
ফিরে কি আর আসবেনা?
বড় হতাশ হয় এই মন
মন আমার কিছুতেই মানেনা।
আশায় থাকি তবু আমি
আল্লাহ্র কাছে সাহায্য চাই,
তোমরাও সবাই ফিরে এসো
সত্য সুন্দরের পথে ভাই।