অনেক দিন হয়ে গেল
তনুর খুনিদের ধরা গেলনা
বাবা মার কান্না শুকিয়ে গেছে
ভুলে যেতে বসেছে সবাই।


এভাবেই ভুলে যায় সবাই
তনুরা হারিয়ে যায়
বিচার হয়না বেশীরভাগ
বিচার হলেও তনুরা ফেরেনা।


এসব লিখেও লাভ নেই
কেউ পড়তে চায়না
ধর্ষণ কাহিনী পড়তে চায়
বিচার নিয়ে কেউ আগ্রহী নয়।