তনুর ধর্ষণকারীরা
আজো শ্বাস নিচ্ছে বাংলায়
ঘুরে বেড়াচ্ছে দম্ভের সাথে,
জেগে উঠ বাংলার মানুষ
বজ্রকন্ঠে আওয়াজ তোল ।


বিচার চাই করতে হবে
কোনভাবেই যেন বেঁচে না যায়
কুত্তার বাচ্চাগুলো সব,
ঘৃণা কর, থুথু দাও ওদের মুখে
বিচার হতেই হবে।