আজ তনু ধর্ষিত হল
কতগুলো কুত্তার বাচ্চার হাতে,
বাবা-মার আদরের মেয়েটা
বড় কষ্টে মারা গেল।
কবে হবে বিচার?
মেয়েটার আত্মা শান্তি পাবে
আমি দেখতে চাই দ্রুত
কুৎসিত এই হত্যার বিচার।
এভাবে আর কত?
কত তনু ধর্ষিত হলে
সবাই মাঠে নামবে ?
এসব একদিন বন্ধ হবে।