আমার খুব কৌতূহল হয়
পাখি উড়ে কোথায় যায় ?
আমিও সেভাবে যেতে চাই
অজানা কোন গন্তব্যে।
দিনরাত ঘুরতে চাই
পাখির মত ডানায় ভর দিয়ে
আবার ফিরতে চাই সন্ধ্যায়
নিজ নীড়ে,আপন ঠিকানায় ।
আমার মন পাখির মত
সর্বদা ঘুরে বেড়ায়,
দেশ হতে দেশান্তরে
অসীম থেকে অসীমে ।